Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আব্দুল জলিলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১১:১০ AM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১১:১০ AM

bdmorning Image Preview


মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্য মন্ত্রী জননেতা আব্দুল জলিলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।

আব্দুল জলিল ১৯৩৯ সালে নওগাঁ শহরের চকপ্রাণ মহল্লায় জন্মগ্রহণ করেন। পিতা মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ ছিলেন নওগাঁ শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জলিল ছিলেন তার একমাত্র পুত্র সন্তান। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) ও ১৯৬৪ সালে এমএ ডিগ্রি লাভ করেন আবদুল জলিল।

জাতীয় পর্যায়ে তিনি অনেক গুরুদায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে নওগাঁ মহকুমার নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পিত হয় তার ওপর। ১৯৭১ সালে তিনি সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নওগাঁ সদর আসনে এমপি নির্বাচিত হন।

তিনি ‘বঙ্গবাণী’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার মালিকও ছিলেন। ২০১৩ সালের আজকের এ দিনে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ঢাকা ও নওগাঁয় নানা কর্মসূচি পালিত হচ্ছে। পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Bootstrap Image Preview