Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আশুলিয়ার আগুন নিয়ন্ত্রণে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় ঝুটের গুদাম থেকে করিম সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ সোমবার (০৪ মার্চ) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের সৃষ্ট আট কিলোমিটার যানজট স্বাভাবিক হয়েছে।

এর আগে, সন্ধ্যা ৬টার দিকে সুপার মার্কেটের পাঁচতলা ভবনের নিচতলার একটি ঝুটের গুদামঘর থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পরে ধামরাই ও সাভার ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়।

অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

Bootstrap Image Preview