Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে অংশগ্রহণ করায় বান্দরবানে বিএনপি'র ৫ নেতাকে দল থেকে বহিষ্কার

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১০:০২ AM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১০:০২ AM

bdmorning Image Preview


উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করায় বান্দরবানের বিএনপির ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

রবিবার (৩ মার্চ) বিএনপির কেন্দ্র থেকে পাঠানো এক চিঠিতে এ বহিষ্কারের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা বিএনপি'র সহ-সভাপতি আবদুল কুদ্দুছ, আলীকদম উপজেলার চেয়ারম্যান ও জেলা বিএনপি'র সহ-সভাপতি আবুল কালাম, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক ও আলীকদম মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, রুমা উপজেলা বিএনপি’র সভাপতি জিমসম লিয়ান বম এবং জেলা মহিলা দলের নেত্রী ও নাইক্ষ্যংছড়ি মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী।

বান্দরবান জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জাবেদ রেজা জানান, কেন্দ্রের সিদ্ধান্ত ছিল দল থেকে পদত্যাগ না করে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু কেন্দ্রের নির্দেশ অমান্য করে বান্দরবানে ৫ নেতা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাই তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এই বহিষ্কারাদেশ কেন্দ্র থেকে তাদের জানানো হয়েছে।  

Bootstrap Image Preview