Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার বিভাগে বিভাগে গণশুনানি করবে ঐক্যফ্রন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১০:২৩ AM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ১০:২৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত


গত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আবারও গণশুনানির উদ্যোগ নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটটির নেতারা বলছেন, তারা আর ‘ঘুমিয়ে থাকবেন না’। দাবি আদায়ে রাজপথে তারা সরব কর্মসূচি দেবেন। এরই অংশ হিসেবে এবার বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাশহরে গণশুনানি করবে জোটি। বর্তমান সরকারের পদত্যাগ দাবির পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই শুনানি করবে জোটটি। তবে, এই কর্মসূচি কবে থেকে শুরু হবে, তার দিন-ক্ষণ এখনো ঠিক করতে পারেননি ঐক্যফ্রন্টের নেতারা।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কর্মসূচি পালনের দিন-ক্ষণ ঠিক করতে প্রাথমিকভাবে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই দিন-ক্ষণ ঠিক করতে ফ্রন্টের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন।

এদিকে, গণফেরামের দলীয় দুই সংসদ সদস্য মার্চের মধ্যে শপথ নেবেন বলে জানা গেছে। এ সম্পর্কে গণফোরামের দলীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর সারাবাংলাকে বলেন, ‘মার্চের মধ্যে আমরা দুই জন শপথ নেব।’

এই বিষয়ে জানতে গণফোরাম নেতা ড. কামাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে মোবাইলফোনে পাওয়া যায়নি। তবে, দলটির আরেক নেতা অ্যাডভোকেট জগলুল আফ্রিদ জানান, গণফোরামের দলীয় সিদ্ধান্ত রয়েছে, নির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নেবেন না। এরপরও এই দুই সংসদ সদস্য যদি শপথ নেন, সেটি তাদের নিজস্ব ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি।

গণশুনানি প্রসঙ্গে জগলুল আফ্রিদ বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট শিগগিরই বিভাগীয় শহরে ও গুরুত্বপূর্ণ জেলাশহরে গণশুনানি করবে। ’

প্রসঙ্গত, এরআগে, গত ২২ ফেব্রুয়ারি (শুক্রবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘তথাকথিত নির্বাচন’ অভিহিতকরে গণশুনানি করে জাতীয় ঐক্যফ্রন্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই গণশুনানিতে ভোট কারচুপির বিচারের জন্য জেলায় জেলায় গণআদালত প্রতিষ্ঠার দাবি জানান বিএনপির পরাজিত প্রার্থীরা।

জাতীয় ঐক্যফ্রন্ট দাবি আদায় প্রশ্নে আর ঘুমিয়ে থাকবে না বলে মন্তব্য করেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। সারাবাংলাকে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলো আদায় করতে পাঁচ বছর ঘুমিয়ে থাকবো না। জাতীয় ঐক্যফ্রন্ট নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে। ’

মোস্তফা মহসীন মন্টু আরও বলেন, ‘বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারকে জাতীয় ঐক্যফ্রন্টের দাবি মানাতে বাধ্য করা হবে। দাবি আদায়ে বিভাগীয় শহর ও জেলা শহরে গণশুনানি করা হবে।’ এছাড়া বিভিন্ন ধরনের কর্মসূচির ঘোষণা আসবে বলেও তিনি জানান।

গণফোরামের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের দলীয় নেতাকর্মীরা গত ৩০ ডিসেম্বরের আগে থেকে এখনপর্যন্ত পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ কারণে-অকারণে তাদের গ্রেফতার করছে।’ মিথ্যা মামলা দিয়ে এসব নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

Bootstrap Image Preview