Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শুধুমাত্র বরফ দিয়ে তৈরি হয়েছে এই হোটেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৭:৪২ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৭:৪২ PM

bdmorning Image Preview


‘গেম অফ থ্রোনস’-এর ভক্ত আপনি? বরফের ঘরে রাত কাটানোর ইচ্ছা অনেকদিন অবদমিত করে রেখেছেন? উপরের এই প্রশ্ন দু’টির উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার ইচ্ছাপূরণ হওয়া অসম্ভব নয়। কারণ ফিনল্যান্ডের একটি সংস্থা আপনার এই দুই ইচ্ছা এক সঙ্গে পূরণ করার সমস্ত ব্যবস্থা করে রেখেছে।

সম্প্রতি ফিনল্যান্ডে কিট্টিলা এলাকা ফিন্নিশে তৈরি করা হয়েছে একটি আইস হোটেল। আর এই আইস হোটেলের সমস্ত দেওয়াল জুড়ে রয়েছে গেম অফ থ্রোনসের বিভিন্ন চরিত্র। শুধু তাই নয়, গেম অফ থ্রোনস সিরিজে আমরা যে দৃশ্যপট দেখতে পায় তাও রয়েছে এই বরফের হোটেলে।

এই হোটেলটি তৈরি হয়েছে শুধুমাত্র বরফ ও বরফের গুঁড়ো দিয়ে। কেউ যদি এই হোটেলে নিজেদের বিয়ে সারতে চান সে ব্যবস্থাও রয়েছে হোটেলের মধ্যে কিংস ল্যান্ডিং নামের হলে।

উত্তর মেরুর আর্টিক সার্কেলের ১২০ মাইল উপরে ফিন্নিশে তৈরি করা হয়েছে এই ল্যাপল্যান্ড হোটেল। ৮ লক্ষ ৮০ হাজার পাউন্ড বরফ দিয়ে তৈরি করা হয়েছে হোটেলটি। বিভিন্ন দেশের ১২ জন শিল্পী প্রায় ৫ সপ্তাহ ধরে তৈরি করেছেন গেম অফ থ্রোনসের চরিত্র সম্বলিত বরফের হোটেল।

Bootstrap Image Preview