Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশাল ব্যবধানে হেরে গেলো নৌকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০৭:২২ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০৭:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী আলমগীরের চেয়ে ছয়গুণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদ।

বিজয়ী প্রার্থী মহিউদ্দিন সদ্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। তিনি এবার পটুয়াখালী পৌরসভার নির্বাচনে জগ প্রতীক নিয়ে নৌকার বিরুদ্ধে লড়াই করেছেন।

২১টি ভোটকেন্দ্রে মহিউদ্দিন আহমেদ পেয়েছেন ১৮ হাজার ৩২৬ ভোট এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কাজী আলমগীর হোসেন পেয়েছেন দুই হাজার ৯৮৫ ভোট।

ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বলেন, বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত পুলিশ প্রশাসনের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এদিকে এ নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ এবং কাউন্সিলর পদে ৪৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Bootstrap Image Preview