Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ার ১১১ সিনেমা হলে নিরবের ‘বাংলাশিয়া’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০১ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২০ PM

bdmorning Image Preview


বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশী সিনেমায় নিজের চমক দেখিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ নিরব। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার ১১১ সিনেমা হলে মুক্তি পেয়েছে নিরব অভিনীত প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র ‘বাংলাশিয়া’।

এ প্রসঙ্গে নিরব বলেন, ‘এতদিন পর সিনেমাটি মুক্তি পেল সেজন্য ভালো লাগছে। আপাতত শুধু মালয়েশিয়ার সিনেমা হলেই বাংলাশিয়া চলবে। পরবর্তীতে বাংলাদেশেও মুক্তি দেওয়া হতে পারে।’

মালয়েশিয়ার চলচ্চিত্র নির্মাতা সংস্থা প্রডিজি মিডিয়া এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সিনেমাটি নির্মাণ করা হয়। ৯২ মিনিটের এ সিনেমাটির নাম প্রথমে ‘মাংগালা কাউবয়’ থাকলেও পরে এর নামকরণ করা হয়েছে ‘বাংলাশিয়া’। এতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের মডেল ও অভিনেত্রী আতিকা সোহাইমি।

উল্লেখ্য, মালয়েশিয়ার জনপ্রিয় পরিচালক নেম উইর এর পরিচালনায় চলচ্চিত্রটি বাংলা ভাষাসহ মোট ৬টি ভাষায় ডাবিং করা হয়েছে। অন্য ভাষাগুলোর মধ্যে রয়েছে- মালে, চায়না, তামিল, থাই।

Bootstrap Image Preview