Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'জেডটিই বাংলাদেশের আইসিটিসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করবে'

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৬ PM

bdmorning Image Preview


বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগের আশ্বাস প্রদান করেছেন চায়নাভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান জেডটিই।

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লিউসি) অংশগ্রহণকারী আইসিটি ও টেলিকম খাতের বিশ্বব্যাপী চায়নাভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান জেডটিই'র চিফ এক্সিকিউটিভ অফিসার জু জিয়া ইয়াং এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জং হুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠককালে তারা এ কথা জানান।

এ সময় তারা পারস্পরিক সংক্রান্ত বিষয়ে বিশেষ করে বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

প্রতিমন্ত্রী আইসিটি খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রগতি সম্পর্কেতাদের অবহিত করেন।

জেডটিই এর কর্মকর্তাগণ বাংলাদেশের আইসিটিসহ বিভিন্ন খাতের অব্যাহত উন্নয়নের প্রশংসা করেন।

তারা বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন খাতের উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও কার্যকরী অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।

Bootstrap Image Preview