Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নওগাঁয় ছোট যমুনাকে বাঁচাতে প্রতিবাদ ও মানববন্ধন 

নওগাঁ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


নওগাঁ শহরের মধ্য দিয়ে ছোট যমুনাকে বাঁচাতে নদী দূষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাগজের তৈরি হাজারো লঞ্চ, স্টিমার ও নৌকা নদীতে ভাসিয়ে প্রতীকী প্রতিবাদ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কালীতলা মহাশ্বশান ঘাটে ছোট যমুনা নদীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা নওগাঁ জেলা শাখা ও নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করে।

এবিষয়ে বক্তারা বলেন, বয়লারের ছাই, ময়লা আবর্জনা, বসতবাড়ির আর্বজনা ইত্যাদি নদীটিকে বিষাক্ত বর্জ্য ভাগাড়ে পরিনত করেছে। নদীর পানি ব্যবহারের অনুপোযোগী করে তুলেছে। জলজ প্রানী আজ ধ্বংসের পথে। নদী তার নিজস্ব নাব্যতা হারাতে বসেছে। এসবের হাত থেকে নদীকে বাঁচাতে দলমত নির্বিশেষে এগিয়ে এগিয়ে আসার দাবি জানান তারা। 

একুশে পরিষদের সভাপতি এ্যাডঃ ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান ও দ্বীন আলী পিন্টু, প্রকৌশলী গুরুদাস দত্ত, নাইস পারভীন, সাংগঠনিক সম্পাদক বিষনু কুমার দেবনাথ ও বাপার জেলা শাখার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।


 

Bootstrap Image Preview