Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় নাগরিকের জুতার ভিতর থেকে হুন্ডির ৪ লাখ টাকা জব্দ

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৮ AM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৮ AM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে ৪ লাখ হুন্ডির টাকাসহ সুকেশ (২৮) ও সুমন (২৭) নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চেকপোষ্ট এলাকা থেকে এ টাকাসহ তাদেরকে আটক করে বিজিবি। আটক সুকেশ ও সুমন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার বাসিন্দা।

আটকের বিষয়ে ৪৯ বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবদোর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নোম্যান্সল্যান্ড থেকে সুকেশ ও সুমনকে আটক করা হয়। পরে আটককৃতদের পায়ের জুতার ভিতরে বিশেষ কায়দায় লুকানো ৪ লক্ষ টাকা জব্দ করা হয়। 

তিনি আরও জানান, জব্দকৃত টাকা ও আটককৃতদের বিরুদ্ধে হুন্ডি পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview