Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টের গণশুনানিকে গণঘুম আখ্যা দিলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৪ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের গণশুনানি নিয়ে মন্তব্য করতে গিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের গণশুনানিতে সবাই গণঘুমে ব্যস্ত ছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন, আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম গণশুনানির সময় তারা সবাই ঘুমাচ্ছিলেন। গণশুনানির নামে এটি আসলে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে। এর কোনো আবেদন তারা জনগণের কাছে তৈরি করতে পারেননি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি কিংবা ঐক্যফ্রন্টের ঘন ঘন বিদেশিদের সাথে দেখা করার মাধ্যমে, তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ পায়। যেকোনো কিছু হলে দেশে তারা বিদেশিদের কাছে ধরনা দেয়। এটি দেশকে শুধু অপমানিত করে তা নয়, তাদের নিজেদেরও অপমানিত করে। বিএনপির উচিত জনগণের জন্য রাজনীতি করা এবং জনগণের কাছে যাওয়া।

তিনি বলেন, আমি মনে করি তাদের ধর্ণা দেওয়া উচিত জনগণের কাছে, বিদেশিদের কাছে নয়। রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, রাজনৈতিক দল হিসেবে জনগণের দল যদি তারা হয়, তাহলে তারা ধর্ণা দেবে জনগণের কাছে।

তিনি আরো বলেন, তাদের দলের একজন নেতা বলেছেন, গণশুনানির পাশাপাশি তাদের নেতাদের শুনানি করা প্রয়োজন, কার কি ভূমিকা ছিল সে বিষয়ে। আমিও মনে করি তাদের নেতাদের শুনানি করার প্রয়োজন, কার কি ভূমিকা ছিল এবং আছে।

সিজিআরএফ সভাপতি কাওসার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হক প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি ও দুর্নিতির অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছে দেশের সর্ব বৃহৎ বিরোধী রাজনৈতিক জোট ঐক্যফ্রন্ট। এই নির্বাচনকে বিশ্ববাসীর কাছে অবৈধ হিসেবে তুলে ধরার জন্যে গত শুক্রবার গণ আদালতের মাধ্যমে গণশুনানির আয়োজন করে ঐক্যফ্রন্ট। এই গণ আদালতের প্রধান বিচারক ছিলেন গণফোরাম সভাপতি ও আইনজীবী ড.কামাল হোসেন।

Bootstrap Image Preview