Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুলি চালানোর নির্দেশ দেননি মাদুরো: ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৬ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বেসামরিক লোকের ওপর গুলি চালানোর নির্দেশ দেননি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরেয়াজা।

সোমবার সংবাদ বিষয়ক অনুষ্ঠান ‘ডেমোক্রেসি নাও’-তে এসে  একথা বলেন।

তিনি বলেন, ‘টেলিভিশন দেখার সময় আপনার মনে হতে পারে যে মাদুরো জনতার ওপর গুলি চালানোর জন্য সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন। কিন্তু এটা সত্য নয়।’

আরেয়াজা বলেন, ‘ভেনিজুয়েলা সরকার খুবই সতর্কতা ও বিচক্ষণতার সাথে আক্রমণ মোকাবেলা করেছে।’

ভেনিজুয়েলা কর্তৃপক্ষ ২৩ ফেব্রুয়ারি অবরুদ্ধ কলম্বিয়া ও ব্রাজিল সীমান্ত দিয়ে বিরোধী দলের মানবিক ত্রাণবাহী চালান দেশের ভেতরে আনার প্রচেষ্টাকে সার্বভৌমত্বের ওপর আক্রমণ হিসেবেই অভিহিত করে থাকে।

সীমান্তের কাছে মোতায়েন ভেনিজুয়েলার ন্যাশনাল গার্ড দেশটিকে ক্রাণবাহী চালান ঢুকতে দেয়নি। বেশ কয়েকটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

এ সময় উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন কলম্বিয়ার নাগরিকসহ কয়েকশ লোক আহত হয়। বিভিন্ন খবরে বলা হয়েছে, উভয় পক্ষের সংঘর্ষে চার জন থেকে ২৫ জন নিহত হয়েছে।

বিরোধী দল জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি থেকে প্রায় ১৬০ জন সৈন্য কলম্বিয়ায় চলে এসেছে। কারণ তারা আর মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে না।

Bootstrap Image Preview