Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চরফ্যাশনে কালবৈশাখী ঝড়ে ৫০০ ঘর বিধ্বস্ত, আহত ৫০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২১ AM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৩ AM

bdmorning Image Preview


সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ করে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে চরফ্যাশন উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অর্ধশতাধিক ব্যক্তি ঘরের মধ্যে চাপা পড়ে আহত হয়েছেন। তাদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শশীভূষণ এলাকার আলেফা বেগম (৪০) এর অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা পাঠানো হয়েছে। 

বাকিদের মধ্যে জাহানপুর এলাকার মো.শফিক মাঝি (৩৫), মালেখা বেগম (৬০), রাসেল (২৮), রমজান আলী (১৫), রাজু (২৩), ফজর আলী (২৬), ইবাদুল (২০), ইয়াছিন (১৬), হাফিজুর রহমান (১৮) গুরুতর আহত হয়েছেন।

ঢালচর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, ঝড়ের কবলে ঢালচর এলাকায় ১৭টি ঘর বিধ্বস্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

চরফ্যাশন উপজেলা কৃষি অফিসার মনোতোষ সিকদার জানান, ঝড়ের তান্ডবে আমের মুকুল ঝরে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে রবিশস্য , যেমন-বোরো ধান, তরমুজ, আলু, মুগডাল, বাদাম সহ বিভিন্ন প্রকারের শস্য।

বৃষ্টির পানি চাষীদের জন্য খুশীর আমেজ হলেও হঠাৎ কালবৈশাখী ঝড় হওয়ায় আমের মুকুল ঝরে পড়েছে তাতে আমের ফলনের যে লাভের সম্ভাবনা ছিল তা আর হচ্ছে না।

এ ব্যপারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে আসলে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ঝড়ে জাহানপুর ও রসুলপুর ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাহানপুরে গুচ্ছগ্রামের ৮ ৫০ ঘরের মধ্যে প্রায় ২৫০ টি এবং মুজিবনগর ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের প্রায় ৭০ টি ঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বেড়ী বাঁধের আশপাশে থাকা  দেড় শতাধিক কাঁচা ঘর ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান বলেন ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা। গুচ্ছ গ্রাম ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

Bootstrap Image Preview