Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা  

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারে গ্যাস বিক্রি ও মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানোর দায়ে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ঝিলটুলী ও কাঠপট্রি ব্যাণিজ্যিক এলাকার ৩টি দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাসান মো. হাফিজুর রহমান টুটুল, বায়োজিদুর রহমান ও আফরোজ শাহিন খসরু।

ভ্রাম্যমাণ আদালত নির্বাহী হাকিম হাসান মো. হাফিজুর রহমান টুটুল সাংবাদিকদের জানান, ফরিদপুর শহরে বিভিন্ন স্থানে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারে গ্যাস রিফিল করে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এছাড়াও দোকানে তালিকার যে ন্যায্য মূল্য টাঙানো হচ্ছে না। এমন অভিযোগের ভিত্তিতে ফরিদপুর শহরের বিভিন্ন গ্যাস সিলিন্ডার দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় শহরের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঝিলটুলী এলাকায় টোটাল গ্যাস সিলিন্ডারের গায়ে মেয়াদ না থাকায় মেসার্স খান গ্যাস সাপ্লাই মালিক আব্দুল হাইকে (৩৪) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে কাঠ পট্টি এলাকার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স সততা এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ ও প্রতিটি সিলিন্ডারে দাম বেশি নেওয়া ৩ হাজার টাকা জরিমানা করেন, আফরোজ শাহিন খসরু এবং মেসার্স গঙ্গা গ্যাস সাপ্লাইতে মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে কম ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী হাকিম বায়োজিদুর রহমান। 

Bootstrap Image Preview