Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে প্রতিবন্ধীদের ক্ষমতায়নে বিনামূল্যে কম্পিউটার কোর্স চালু

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়োজনে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্ট ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুরু করা হয়েছে। 

সোমবার (২৫ ফেব্রুয়ারি) শুরু হওয়া ২০ দিনব্যাপী দ্বিতীয় প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষনার্থীদের আবাসন ও যাতায়াত ভাতা, খাবার সুবিধাসহ প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১২ হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হবে। প্রতি কোর্সে ২০ জন করে শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সনৎ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক রাশেদুল হাসান কাজল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিসিসি প্রশিক্ষক (আইটি) মোঃ আশরাফুল ইসলাম।

প্রধান অতিথি অধ্যাপক মোশার্রফ আলী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে দেশের জনগণকে সম্পদে পরিণত করার জন্য সমান অধিকার ও প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে কম্পিউটার কাউন্সিল প্রতিবন্ধীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে তাদের দেশের সক্ষম সম্পদে পরিণত করছে।

তিনি আরও বলেন, তোমরা প্রতিবন্ধী হিসেবে আর ভাবার সুযোগ নেই। তোমরাও দেশের উন্নয়নে অংশীদার। তোমার নিজের ভাগ্য গড়ার সময় ও সুযোগ বর্তমান সরকার তোমাদের করে দিয়েছে।

আঞ্চলিক পরিচালক সনৎ কুমার দাস বলেন, আমাদের প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে। আগামী ২০১০ সাল পর্যন্ত বৃহত্তর ফরিদপুরের সকল জেলার প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কোর্স দেওয়া হবে ফরিদপুরে আঞ্চলিক কার্যালয়ে। একটি কোর্সে ২০ দিন প্রশিক্ষণ করানো হয়।

তিনি আরও বলেন, আমাদের কোর্স অনুযায়ী শিক্ষার্থী সংকট রয়েছে। সকল মহলের অবগতি ও তাদের প্রতি অনুরোধ রইলো আপনারা প্রচারের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করবেন যাতে একটি শিক্ষার্থী এ প্রশিক্ষণ কোর্স থেকে বাদ না পড়ে।
 

Bootstrap Image Preview