Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকবাজার অগ্নিকাণ্ড নিয়ে সাবেক ২ শিল্পমন্ত্রীর বাকযুদ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪০ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানকার রাসায়নিক কারখানা নিয়ে সাম্যবাদী দলের সম্পাদক দিলীপ বড়ুয়ার দোষারোপের জবাব দিয়েছেন সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

জবাবে আমু বলেন, নিজের দায় এড়াতে দিলীপ বড়ুয়া তার ওপর দোষ চাপাচ্ছেন। দিলীপ বড়ুয়া ২০১০ সালে পুরান ঢাকার নিমতলীর সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনার সময় শিল্পমন্ত্রী ছিলেন।

সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যাতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। উভয় ঘটনাই রাসায়নিক কারখানা ও গোডাউনের কারণে ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

চকবাজারের ঘটনায় গত শনিবার ১৪ দলের প্রতিনিধিদলের সঙ্গে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে যান দিলীপ বড়ুয়া। এ সময় তিনি সাবেক শিল্পমন্ত্রী আমুকে দোষারোপ করেন। দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেছিলেন, 'আমাদের যে শিল্পমন্ত্রী (আমু) ছিলেন, উনি যদি সিরিয়াসলি কেমিক্যাল গোডাউন ও কারখানা সরানোর বিষয়টি টেকআপ করে নিতেন, তাহলে হয়তো এত দিনে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন রিলোকেট করা সহজ হতো।'

দিলীপ বড়ুয়ার এমন বক্তব্যের জবাব দিতে সোমবার রাজধানীর ইস্কাটনে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন ডাকেন ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী আমু।

দিলীপ বড়ুয়ার উদ্দেশে আমু বলেন, 'কোনো প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয়, সে জন্য অ্যাডভান্স এড়িয়ে যাওয়ার চেষ্ট করেছে।'

দিলীপ বড়ুয়ার এই বক্তব্য আলোচনায় আসার জন্য কি? সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতা বলেন, 'আজ পর্যন্ত যে দল একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে সাহস পায় না, তারা কিসের আলোচনায় আসবে? একটা ইউনিয়ন পরিষদে সদস্য দেয়ার মতো ক্ষমতা নেই, তারা কিসের আলোচনায় আসবে?'

আমু বলেন, আমি গত ৫ বছর মন্ত্রী থাকাকালে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরাতে নির্বাহী মিটিংয়ে বিসিকের চেয়ারম্যানের অধীনে একটা কমিটি করা হয়। সেই মিটিংয়ে তাদের দায়িত্ব দেয়া হয়। জায়গাও নির্ধারণের জন্য একটা অবস্থা আমি এসে পেয়েছিলাম। তারপর থেকে জায়গা নির্ধারণ চেষ্টা, সমঝোতার করার চেষ্টা করা হয়েছে। ৫০ একর জায়গা নির্ধারণ করে বিসিকে পাসও করা হয়েছিল। কিন্তু তারা (পুরান ঢাকায় রাসায়নিকের ব্যবসায়ীরা) রাজি হয়নি, স্বাক্ষর দেয়নি। তারা সমঝোতায় আসেনি। তারা কোনো প্লটে যেতে চায় না।

তাছাড়া পুরান ঢাকার রাসায়নিকের কারখানা কিংবা গুদাম শিল্প মন্ত্রণালয়ের অধীনে নয় বলেও জানান তিনি। বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে আছে দেশের কয়েকটা ফার্টিলাইজার ও সরকারি কারখানা।

উল্লখ্য, চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পর আবাসিক এলাকা থেকে সকল ধরণের কেমিক্যাল গোডাউন হস্তান্তরের সময় নিয়েও ডিএনসিসি মেয়র ও বর্তমান শিল্পমন্ত্রী আলাদা আলাদা তথ্য দিয়েছেন। মেয়র সাঈদ খোকন বলছেন এক মাসের মধ্যে এসব গোডাউন অপসারণ করা হবে আবার শিল্পমন্ত্রী মাহমুদ হুমায়ূন বলছেন ছয় মাস সময় লাগবে।

Bootstrap Image Preview