Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কবিরহাটে আগুনে পুড়ে ছাই ১০ বসতবাড়ি 

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৫ AM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৫ AM

bdmorning Image Preview


নোয়াখালীর কবিরহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাত ৪ টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ভোর চারটায় যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই বাজারের পূর্ব পাশ্বে মকুব আলী মুন্সি বাড়িতে আগুন লাগে মনির আহম্মেদের বসত ঘরে। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী জামাল উদ্দিন, জায়েদুল হকসহ সবার ঘরে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ইউনিট এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিভানোর আগ মুহূর্ত পর্যন্ত ১০ টি বসত ঘর, রান্নাঘর, ধান-চাল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ আসবাবপত্র পুড়ে ভষ্মীভূত হয়ে যায়।   

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কবিরহাট থানার ওসি মির্জা হাসান। এসময় তিনি জানান, আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাতে হতে পারে।   

Bootstrap Image Preview