Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়া সিরিজে সূচি নিয়ে অখুশি কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৪ AM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৫ AM

bdmorning Image Preview


বিশ্বকাপের আগে অসিদের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ঘরের মাঠে লড়াইয়ে নামবে ভারত। পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরুর আগে রবিবার ভাইজ্যাগে দু’ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত-অস্ট্রেলিয়া৷ তবে বিশ্বকাপের ঠিক আগে আরও ক’টি ওয়ান ডে ম্যাচ খেলতে পারলে ভালো হত বলে মনে করেন বিরাট কোহলি৷

শনিবার বিশাখাপত্তনমে প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন কোহলি বলেন, ‘বিশ্বকাপের আগে আরও কয়েকটি ওয়ান ডে ম্যাচ দু’ দলের কাছেই ভালো হত৷ সেটা হত অনেক বেশি লজিক্যাল৷ কিন্তু আমাদের হাতে যে ক’টা ম্যাচ রয়েছে তার মধ্যেই দল তৈরি করতে হবে৷’ ৩০ মে থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপ৷ তার আগে অজি সিরিজ বিরাটদের বিশ্বকাপের শেষ মহড়া৷

সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে ওয়ান ডে সিরিজ জিতে এসেছে বিরাটবাহিনী৷ তিন ম্যাচের সিরিজ ২-১ জিতে নেয় ভারত৷ প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জেতে টিম ইন্ডিয়া৷ এবার ঘরের মাঠে অজিদের হারাতে বদ্ধপরিকর কোহলি অ্যান্ড কোং৷ তবে এই সিরিজেই বিশ্বকাপের জন্য পরীক্ষানিরীক্ষা করতে চায় ‘মেন ইন ব্লু’৷

বিরাট বলেন, ‘এখনও পর্যন্ত দল নিয়ে আমরা খুশি৷ আমাদের ব্যালান্ড দল রয়েছে৷ কোনও বিশেষ এরিয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই৷’

অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে ২ মার্চ, হায়দরাবাদে৷ সিরিজের বাকি চারটি ওয়ান ডে হবে নাগপুর, রাঁচি, মোহালি এবং দিল্লিতে৷ সিরিজের শেষ ম্যাচ ১৩ মার্চ৷ এর ১০ দিন পরেই আইপিএলে খেলতে নামবেন বিরাটরা৷ আইপিএলের দ্বাদশ সংস্করণ শুরু হবে ২৩ মার্চ৷

Bootstrap Image Preview