Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এসএসসি পরীক্ষা দেয়ার ব্যাখ্যা দিলেন ডিমলার ওসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৫ AM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত


নীলফামারীর ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ এসএসসি পরীক্ষা দিচ্ছেন— এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন এসেছে।

এরপর আলোচনা উঠেছে, এতগুলো পদোন্নতি নেয়ার পর মফিজ উদ্দিন কেন এসএসসি পরীক্ষা দিচ্ছেন?

অবশ্য এমন আলোচনায় ওসির দাবি, ‘জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। অনেকেইতো দু’বার মাস্টার্স করেন। চাকরি জীবনের শেষাংষে এসে আমিও জানার ইচ্ছা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছি।’

ওসি মফিজ উদ্দিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রামের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। গতকাল শুক্রবার বিকেলে তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার আলহাজ্ব মোবারক হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দেন। এদিন বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা হয়।

মোবারক হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রোকনুজ্জামান চৌধুরী পরিবর্তন ডটকমকে বলেন, ‘২০১৭ সালে জলঢাকা থেকে ওসি মফিজ উদ্দিন বাউবির অধীনে নবম শ্রেণিতে ভর্তি হন (ক্লাস রোল ৭)। ২০১৮ সালে প্রথম সেমিস্টারের এবং গত ২২ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিস্টারের বাংলা দ্বিতীয় পরীক্ষায় অংশ নেন (পরীক্ষার রোল ১৭-০-১০-২৪৮-০০৭)। এই সেমিস্টারে ৯৫ জন পরীক্ষার্থী অংশ নেন।’

সোশ্যাল মিডিয়ায় আলোচনা উঠেছে, ওসি মফিজ উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স পাস করার সনদ দেখিয়ে পুলিশ বিভাগে একাধিক পদোন্নতি নিয়েছেন।

তবে, এমন তথ্য নাকচ করে দিয়েছেন ওসি মফিজ উদ্দিন। তিনি বলেন, ‘বিভাগীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে আমি পর্যায়ক্রমে পরিদর্শক হয়েছি। এক্ষেত্রে একাডেমিক সনদের প্রয়োজন হয়নি।’

মফিজ উদ্দিন বলেন, ‘আমি এমএ পাস করিনি। অষ্টম শ্রেণির সনদ দিয়ে চাকরি শুরু করেছি।’

তিনি বলেন, ‘ব্যক্তিগত ইচ্ছা থেকে আমি আবারও এসএসসি পরীক্ষা দিচ্ছি। মানুষ ডাবল এমএ পাস করে না? আমি এসএসসি করছি, এতে অসুবিধা কোথায়?’

ওসি মফিজ উদ্দিন বলেন, ‘শিক্ষার কোনো শেষ নেই। চাকরিতে থাকলেও লেখাপড়া করা যাবে না এমন নয়। বিভাগীয় সব পর্যায় শেষ করে আমি পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছি। তারপরও শেখা ও জানার ইচ্ছাতেই এসএসসি পরীক্ষা দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমাকে দেখে অনেকে উৎসাহ পেতে পারেন। বয়স পড়ালেখায় কোনো বাঁধা হয়ে দাঁড়ায় না, সেটি আমি প্রমাণ করছি।’

জানা গেছে, গাজীপুর জেলার বাসিন্দা মফিজ উদ্দিন শেখ ১৯৮৭ সালে অষ্টম শ্রেণি পাস করে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি পদোন্নতি পেয়ে পরিদর্শক হন।

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে মফিজ উদ্দিন শেখ ২০১৭ সালের ১৭ মার্চ যোগদান করেন। পরে ২০১৮ সালের ২০ মে তিনি ডিমলা থানার ওসি হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করছেন।

পরীক্ষার প্রবেশপত্রে মফিজ উদ্দিনের বাবার নাম রজব আলী শেখ ও মায়ের নাম নুরুননেছা বেগম লেখা রয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘এটি একটি ইতিবাচক দিক। তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। চাকরিও করছেন। ইচ্ছে থাকলেই যে করা যায়, সেটির দৃষ্টান্ত ওসি মফিজ উদ্দিন শেখ।’

Bootstrap Image Preview