Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বার্সার রোমাঞ্চকর জয়, হ্যাটট্রিকের হাফ-সেঞ্চুরি করলেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪০ AM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৪ PM

bdmorning Image Preview


শনিবার রাতে সেভিয়ার মাঠ র‌্যামন সানচেজ পিজউয়ান স্টেডিয়ামে হ্যাটট্রিকের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন মেসি। মেসির হ্যাটট্রিক আর সুয়ারেজের একমাত্র গোলের সুবাদে দু’বার পিছিয়ে গিয়েও লা লিগায় সেভিয়াকে ৪-২ গোলে পরাস্ত করল বার্সেলোনা।

স্বাগতিক সেভায়া ম্যাচের ২২তম মিনিটে প্রথম গোলের দেখা পায়। তবে সেভিয়ার আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। জাদুকরী হ্যাটট্রিকের পথে ২৬ মিনিটে প্রথমবার জাল খুঁজে নেন মেসি। রাকিটিচের থেকে বল পেয়ে দুর্দান্ত ভলিতে সমতা টানেন। 

তবে ৪২ মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিক সেভিয়া। দলকে এবার এগিয়ে দেন গ্যাব্রিয়েল মার্সেদো। ২-১ গোলের এই লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলে দুটি পরিবর্তন ঘটান বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে। ৪৬ মিনিটে সের্গিও রবার্তো ও আরতুরো ভিদালকে তুলে নিয়ে মাঠে নামান নেলসন সেমেদো ও উসমানে ডেম্বেলেকে।

মেসির ৬৭ মিনিটে দ্বিতীয়বারের জন্য দলকে সমতায় ফিরিয়ে আনেন মেসি। দেম্বেলের পাস থেকে বিপক্ষ গোলরক্ষক থমাস ভ্যাচলিককে পরাস্ত করে মেসির কিক জড়িয়ে যায় জালে।

ম্যাচের ৮৫ মিনিটে আসে কাঙ্ক্ষিত হ্যাটট্রিক। দারুণ এক চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে বল পাঠান মেসি। যেটি তাকে ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিক এনে দেয়। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে নামের পাশে লিখে দেয় ৬৫০তম গোল। 

সব মিলে ৫০তম হলেও লা লিগায় এটা তার ৩২তম হ্যাটট্রিক। আর দুটি হলেই ছুঁয়ে ফেলবেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর দখলে থাকা সর্বোচ্চ ৩৪ হ্যাটট্রিকের রেকর্ড।

জয় নিশ্চিত হলেও বার্সার গোলক্ষুধা মেটেনি তখনও। ম্যাচের ৯৩ মিনিটে মেসির পাস থেকে দুরন্ত লবে স্কোরলাইন ৪-২ করেন তিনি। এই জয়ের ফলে ২৫ ম্যাচ পর বার্সেলোনার ঝুলিতে ৫৭ পয়েন্ট। এই মুহূর্তে দ্বিতীয়স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ১০ পয়েন্ট এগিয়ে তারা।

Bootstrap Image Preview