Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হরিণাকুন্ডুতে গৃহবধূূকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

ঝিনাইদহ প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৯ AM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৯ AM

bdmorning Image Preview


ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফরিদা খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম এনামুল মালিতা। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে হরিণাকুন্ডু থানার এস আই গোলাম সরোয়ার অভিযান চালিয়ে ভবিতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

এস আই সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মামলার প্রধান আসামি এনামুল মালিতা নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে ভবিতপুর গ্রামের এলেম মালিতার স্ত্রী ফরিদা খাতুনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর  করে জখম প্রতিবেশি এনামুল মালিতা, তার ছেলে রাজীব মালিতা ও স্ত্রী লাবনী খাতুন। এর আগে এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করা হয়।

Bootstrap Image Preview