Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেপালে বোমা হামলায় নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৮ AM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি টেলিকম কোম্পানির অফিসের বাইরে বোমা হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে নেপাল পুলিশ।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দেশটির ললিতপুর জেলায় বেসরকারি টেলিকম কোম্পানি নিকেলের অফিসের বাইরে এ হামলা হয়।

নেপাল পুলিশের কর্মকর্তা উত্তম রাজ সুবেদি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বোমা বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। বাকি দুইজন চিকিৎসাধীন। এছাড়া বিস্ফোরণের ঘটনায় আশপাশের কিছু ভবনের জানালার গ্লাস ভেঙে যায়।

হামলাটির দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও এরইমধ্যে ছয়জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

সুবেদি বলেন, দেশজুড়ে নিকেলের টাওয়ারগুলোতে আগুন লাগানোর খবর পাওয়া গেছে। এ ব্যাপারে পুলিশের তদন্ত চলছে।

উল্লেখ্য, নেপালের সবচেয়ে বড় বেসরকারি টেলিকম কোম্পানি নিকেল মালয়েশিয়ার এক্সিয়াটা গ্রুপ বেরহাদের অংশ। ২০০৬ সালে শান্তি চুক্তির মাধ্যমে নেপালে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান হয়। এর পর থেকে দেশটিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে।

Bootstrap Image Preview