Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জাজাই তান্ডবে টি-টোয়েন্টি রেকর্ড বইয়ে ঝড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩০ AM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩০ AM

bdmorning Image Preview


ঢাকা ডায়নামাইর্সের হয়ে খেলা আফগানি ব্যাটসম্যান হযরতউল্লাহ জাজাই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক রেকর্ড গড়েছেন। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শনিবার দেরাদুনে আইরিশদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দলগত সর্বোচ্চ ২৬৩ রানের নজির ভেঙে ৮৪ রানের বিরাট জয় তুলে নিল আফগানরা।

এদিন আফগানিম্তানের দুই উদ্ধোধনী ব্যাটসম্যান হজরতুল্লাহ-ঘানি ২৩৬ রান তুলেন। যা টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনও উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ঘানি ৪৮ বলে ৭৩ রান করে সাজঘরে ফিরলেও ১৬২ রানে অপরাজিত থাকেন জাজাই। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে আইরিশদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭৯।

জবাবে শুরুটা এদিন মন্দ করেনি আয়ারল্যান্ডও। ওপেনিং জুটিতে ১২৬ রান তুলে দলকে লড়াইয়ে রাখেন স্টার্লিং-ও’ব্রায়েন। কিন্তু ৩৭ রানে ও’ব্রায়েন ফিরতেই নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে আইরিশরা। সেইসঙ্গে কমতে থাকে রানের গতিও। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান তুলতে সমর্থ হয় সফরকারী দল। আয়রল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৯১ রানের ইনিংস খেলেন ওপেনার পল স্টার্লিং। মাত্র ২৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন আফগান স্পিনার রশিদ খান। ৮৪ রানে ম্যাচ জয়ের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে তিন ম্যাচের সিরিজ পকেটে পুড়ে নিল আফগানিস্তান।

এদিন জাজাইয়ের ১৬২ রানের ইনিংসটিতে ১৬টি ছক্কার মার ছিল। যা এই ফরম্যাটে কারো ব্যাক্তিগত সর্বোচ্চ রানের স্কোর। একই সঙ্গে তার মারা ১৬ ছক্কা এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এদিন দলীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও হয়েছে। আফগানরা সব মিলিয়ে ইনিংসে ছয় মেরেছেন ২২টি। টি-টুয়েন্টিতে ইনিংসে মোট ২১টি করে ছক্কা ছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের।

Bootstrap Image Preview