Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রশেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৬ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের আনন্দ প্রতিবন্ধী স্কুল এন্ড পূর্ণবাসন কেন্দ্রে পড়াশোনার পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের আনন্দ প্রতিবন্ধী স্কুল এন্ড পূর্ণবাসন কেন্দ্রের চত্বরে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

ক্রীড়া প্রতিযোগিতায় আনন্দ প্রতিবন্ধী স্কুল এন্ড পূর্ণবাসন কেন্দ্রের দেড় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। 

প্রতিযোগিতা শেষে আনন্দ প্রতিবন্ধী স্কুল এন্ড পূর্ণবাসন কেন্দ্রের ম্যানেজিং কমিটির সভাপতি রমজান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসিম, আনন্দ প্রতিবন্ধী স্কুল এন্ড পূর্ণবাসন কেন্দ্রের প্রধান শিক্ষক মরিয়ম নেছা মিতু প্রমুখ। 

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Bootstrap Image Preview