Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিয়াদে ক্রিকেট প্রতিযোগিতায় গ্রীন বাংলা

সাইদুল ইসলাম সুমন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview


সৌদি আরবের রিয়াদে প্রতিভাবান ক্রিকেটার নিয়ে ভূমির টাইগার খ্যাত গ্রীন বাংলা ক্রিকেট টিমের উদ্যোগে "প্রতিভার সন্ধানে গ্রীন বাংলা শীর্ষক এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াদের আরকান ইনডোর স্পোর্টস ফ্যাসিলিটিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতেই আগত প্রতিযোগিদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন গ্রীনবাংলার টিম ম্যানেজার আল আমিন খান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মিডিয়া এন্ড মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলাম।

ফখরুল ইসলাম জানান, প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করবে গ্রীন বাংলা, যাতে করে প্রবাসের বুকে ও ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া যায়। এতে সৌদি আরবের রিয়াদে অবস্থানরত ৪০ জন প্রবাসী বাংলাদেশী তরুণ ক্রিকেটার অংশ গ্রহণ করেন।

এই প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন প্রতিভাবান ক্রিকেটারকে নিৰ্বাচিত করে দক্ষ ক্রিকেটার হিসেবে গড়ে তোলা হবে এবং রিয়াদ ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

প্রতিযোগিতায় নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান আব্দুল ওয়াহিদ, রিয়াদ ক্রিকেট এসোসিয়েশনের পরিসংখ্যান সেক্রেটারি ইশফাক বাট এবং গ্রীন বাংলা ক্রিকেট টিমের জেনারেল সেক্রেটারি সাইফুল ইসলাম বাদল।

প্রবাসে এমন আয়োজন গুলোর মাধ্যমে প্রবাসে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটাতে বিশেষ ভুমিকা পালন করে থাকে। দেশ, পরিবার ছেড়ে প্রবাসে থাকা রেমিটেন্স যোদ্ধাদের মাঝে এমন আয়োজনগুলো এনে দেয় অনাবিল আনন্দ খুঁজে পায় তারা আগামী দিনের কাজ করার ইচ্ছা শক্তি।

Bootstrap Image Preview