Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু উপাধি প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাবি শাখা। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাবি শাখার সভাপতি ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. পি.এম. সফিকুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জোটের সহ-সভাপতি ও নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার এতে সভাপতিত্ব করেন।  

আলোচনা সভায় বাঙালি জাতির জাতীয়তাবাদ, বাঙালি জাতির ইতিহাস, আবহমান বাংলার রাজনৈতিক ক্রমবিবর্তনের ইতিহাস এবং বিভাগোত্তর থেকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে বিজয় অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। 

সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাবি শাখার সম্পাদক শিবলী আ.স.ম. শিবলী শিহাব এবং সহ-সাধারণ সম্পাদক আনছারুল আলমের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন তৃপ্তি, রানা, শোকন, রবি, আশিক, সীমা, মোস্তফা, রাসেল ও শাহীন। 

Bootstrap Image Preview