Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ও আহত ৩০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪১ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪১ PM

bdmorning Image Preview


ঢাকার ধামরাইয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৩০ জন।

আজ শনিবার বিকেল ৩টার দিকে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে বাসযাত্রী মামুনের (২৫) বাড়ি সাতক্ষীরায়। অপর দুইজন এসপি গোল্ডেন লাইন পরিবহনের চালকের সহকারী ও যাত্রী। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইন পরিবহনের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রাবেয়া পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের একজন যাত্রী এবং এসপি গোল্ডেল লাইন পরিবহনের চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যায় এবং যাত্রী ধামরাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়াও সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। আহতদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাহেব আলী বলেন, ‘সড়ক দুর্ঘনায় দুটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি কেটে ভেতর থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করি এবং দুই জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। তবে শুনেছি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।’

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুটি বাস কেটে ভেতর থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হয়। পরবর্তীতে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।’

Bootstrap Image Preview