Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে জুয়া খেলায় বাধা দেওয়ায় অনার্স শিক্ষার্থীকে পিটিয়ে জখম

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৭ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৭ PM

bdmorning Image Preview


‘জুয়া খেলা হল ভাওতাবাজি। জুয়া খেললে নিজের সর্বনাশ ছাড়া আর কিছু আসে না। জুয়া খেলা ভাল না।’ এভাবেই ফরিদপুর শহরতলীর পাঁচ জন জুয়ারীকে জুয়া খেলা অবস্থায় নিষেধ করে সরকারি রাজেন্দ্র কলেজ গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সোহেল (২৪)। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে জুয়ারীরা। এসময় ক্ষিপ্ত হয়ে মোঃ সোহেলকে মাথায় আঘাতসহ মারাত্বক ভাবে জখম করে জুয়ারীরা।

বৃহস্পতিবার একুশে ফেব্রুয়ারির দিনে দুপুর ২টার দিকে সোহেল তার বন্ধু দিপ্ত এবং রবিউলসহ চার জন শহর তলরি ধলার মোড় পদ্মা পাড়ে বেড়াতে যায়। এসময় তারা সকলে পদ্মা নদীতে নেমে সকলে গোসল সেড়ে বাড়ি ফেরার পথে তাদের ওপর চড়াও হয় জুয়ারীরা। এসময় জুয়ারীরা সোহেল এর কাছ থেকে একটি স্মার্ট ফোন ও গলায় থাকা স্বর্ণের চেইন এবং দিপ্ত ও রবিউলের কাছে থাকা নগদ আট হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। জুয়ারীদের লাঠির আঘাতে দিপ্ত ও রবিউলসহ আরো এক বন্ধু গুরুতর আহত হয়েছে। আহত সোহেল শহরের আলীপুর খাঁ-পাড়া এলাকার মো. মোসলেম এর পুত্র।

পরে তাদের চিৎকারে এলাকাবাসী সোহেলসহ সকলকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপালে ভর্তি করে। জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বলেন, সোহেলের মাথার আঘাতটি গুরুত্বর। মাথায় ২৬টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া বুকে ও পিঠে আঘাত রয়েছে। সোহেলকে ভর্তি করা হয়েছে। আর অন্য তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সোহেলের বড় ভাই ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তিনি বলেন, ধোলার মোড়ে খোরশেদ বিশ্বাসের চটপটির দোকানের সামনে এ ঘটনা ঘটে। জুয়ারীদের সনাক্তে পুলিশ কাজ করছে।

সোহেলে বন্ধু দিপ্ত জানায়, আমাদের কয়েকজন বন্ধু ঢাকায় লেখাপড়া করে। একুশে ফেব্রুয়ারির ছুটিতে ফরিদপুরে বেড়াতে আসলে আমরা সকলে মিলে ধলার মোড়ে ঘুরতে যাই। আমরা সেখানে অনেকক্ষণ গল্প করছিলাম। ঔ জুয়ারীরা আমাদের অনেকক্ষণ ধরে ফলো করছিল। আমরা গল্পের ফাঁকে পদ্মার পানি গোসল করে উঠে এসে তাদের পাঁশে গাছের নিচে দাঁড়িয়েছি। এসময় তাদের একজন বলে উঠে ভাই খেলবেন নাকি। এসময় সোহেল বলে, ‘আরে, জুয়া হল ভাওতাবাজি। এ খেলা ভাল না।’ এ কথা বললে সকল জুয়ারী উঠে এসে আমাদের সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে তাদের একজন সোহেলের হাতে থাকা মোবাইল কেড়ে নেবার চেষ্টা করে। সোহেল বাধা দিলে লাঠি দিয়ে সোহেলের মাথায় আঘাত করলে সোহেল মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তারা আমাদের উপরও চড়াও হয়। তারা আমাদের সাবাইকে পিটিয়ে আহত করে আমাদের কাছে থাকা সকল টাকা ও সোহেলের মোবাইল নিয়ে পালিয়ে যায়।

আরেক বন্ধু রবিউল বলেন, আমি দাড়িয়ে ছিলাম। হঠাৎ-ই আমার গায়ে আঘাত করে তারা। আমার পিঠে আঘাত লাগে। জুয়ারীরা অনেকক্ষণ ধরে জুয়া খেলছিল। তাদের মধ্যে একজন জুয়া খেলায় সকল টাকা হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে আমাদের আশপাশ দিয়ে হাটাহাটি করছিল। সোহেল জুয়া খেলার প্রতিবাদ করায় তারা লাঠি নিয়ে আমাদের পিটিয়ে আহত করে। তারা এসময় আমাদের সকল টাকা ও একটি মোবাইল ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানায়  এস আই মোঃ আরিফ জানান, সোহেলর মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমি ঘটনাস্থলে গিয়ে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি। ঘটনাটি দুপুর ২টার দিকে ঘটায় সেখানে সেসময় লোকজন না থাকায় প্রত্যক্ষদর্শী খুঁজে পাচ্ছিনা। তাই জড়িতদের সনাক্তকরণের কাজ চলছে। জড়িতদের বের করে শাস্তির আওতায় আনা হবে।

Bootstrap Image Preview