Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইয়ে তামরীজ একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

ইমাম হোসেন, মীরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৮ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৮ PM

bdmorning Image Preview


মীরসরাই উপজেলার শিশুদের প্রাথমিক ও  ইসলামী শিক্ষার আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তামরীজ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

একাডেমির প্রতিষ্ঠাতা ছায়েফ উল্লাহ এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ে শিক্ষক মোশাররফ হোসেন এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন মীরসরাই প্রেসক্লাবের সভাপতি পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৈনিক ডেসটিনি প্রতিনিধি সাহাব উদ্দিন, দৈনিক জনতা প্রতিনিধি আব্দুল মান্নান রানা, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, আমিনুল হক, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে মাহবুবুর রহমান পলাশ বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিশেষ পরিবেশনার মধ্যে অন্যতম ছিলো শিশুশিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বেরাত ও হামদ নাথ ও ‘জানাযার ডেমু’। 

সবশেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক মেধা বৃত্তি ও ক্রিড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ করেন অতিথীগণ। 

Bootstrap Image Preview