Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চিরিরবন্দরে শতাধিক আম গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৭ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৭ PM

bdmorning Image Preview


দিনাজপুরের চিরিরবন্দরে পূর্ব শক্রতার জের ধরে শতাধিক আম গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আব্দুল বাতেনের জমিতে। এ বিষয়ে গাছ মালিক আব্দুল বাতেন বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করছে।

গতকাল শুক্রবার দিবাগত রাতে আব্দুল বাতেনের শতাধিক আম গাছ কেটে ফেলে রাখে যায় দুর্বৃত্তরা।

অভিযোগ পত্র ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাস চারেক আগে আব্দুল বাতেনের জমি থেকে ৪টি আম গাছ উপড়ে নিয়ে যায় তেঁতুলিয়া ইউনিয়নের ড্রাইভার পাড়া গ্রামের ইসহাক আলীর পূত্র সাবু, একই গ্রামের মোজাম্মেল হকের পূত্র সাইদুল রহমান, মোতাহার হোসেনের পূত্র মশিউর রহমান ওরপে ডন। পরে বিষয়টি জানাজানি হলে ঝগড়া বিবাদের সৃষ্টি হয় এবং স্থানীয় শালিশের মাধ্যমে নিস্পত্তি করা হয়। কিন্তু প্রতিপক্ষ তা মাথায় রেখে মেনে নিতে না পেরে পুনরায় গতকাল শুক্রবার দিবাগত রাতে আব্দুল বাতেনের শতাধিক আম গাছ কেটে ফেলে।

ক্ষতিগ্রস্ত আব্দুল বাতেন জানান, বিভিন্ন সময়ে আমাকে তারা নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে। আমার ফলজ আম গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বিগত দিনে আমার ক্ষতি করে তারা ক্ষান্ত হয়নি এখন আবারো ফলদি গাছ, পকুরের মাছ ও জমির ফসল নষ্ট করার হুমকি দিয়ে যাচ্ছে। তাই আমি উপজেলা প্রশাসনের কাছ থেকে এর দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার তদন্তকারী কর্মকর্তা পিএস.আই জিল্লুর রহমান জানান, বিষায়টি অতন্ত মর্মান্তিক সঠিক তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Bootstrap Image Preview