Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পাঁচ দিনব্যপী বইমেলা শুরু

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview


একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নরসিংদীতে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এই বইমেলা পাঁচ দিন চলবে।

আজ শনিবার সকাল ১১ টায় একুশে গ্রন্থাগারের আয়োজনে ও একুশে বইমেলা উদ্যাপন কমিটির পরিচালনায় প্রতিবছরের মত এবারও এই বইমেলা শুরু হয়েছে।

জাতীয় সংগীতের মাধ্যমে সকাল ১১ টায় মেলা শুরু হয়। এরপর ভাষাশহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বইমেলার উদ্বোধন উপলক্ষে আজ শনিবার আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেলা উদ্যাপন কমিটি সদস্য। সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন , পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান ও নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী। 

আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে। মেলায় স্টল আছে ৪৬টি। প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে মেলায়।

Bootstrap Image Preview