Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১০ পদে ৩৩৯ জনকে চাকরি দিচ্ছে ইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২১ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২১ PM

bdmorning Image Preview


১০টি পদে ৩৩৯ জনকে নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। বিভিন্ন পদের নাম ও আবেদনের যোগ্যতা নিচে দেওয়া হলো।

পদের নাম : ক্যাটালগার (উচ্চ স্কেল)

উক্ত পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাগারবিজ্ঞানে স্নাতক (সম্মান)। বেতন হবে ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

৯ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। এর বেতন ধরা হয়েছে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

এই পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

উচ্চমান সহকারী

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয় ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। বেতন রাখা হয়েছে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

হিসাব সহকারী

এই পদে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতক (সম্মান)। বেতন দেওয়া হবে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

স্টোর কিপার

ইসি সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে ৫৮ জনকে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক (সম্মান)। বেতন ধরা হয়েছে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। বেতন দেওযা হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

অফিস সহায়ক

ইসি সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয় ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান। বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা।

নিরাপত্তাপ্রহরী

এই পদে নিয়োগ দেওয়া হবে ৯ জনকে। যাদের শিক্ষাগত যোগ্যতা জেএসসি/অষ্টম শ্রেণি/সমমান। বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা।

পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার)

ইসি সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ে আটজনেক নিয়োগ দিবে ইসি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি/অষ্টম শ্রেণি/সমমান। বেতন দেওয়া হবে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা।

আবেদনের নিয়ম : যারা এসব পদে আবেদন করতে চান, তারা ecs.teletalk.com.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া চাকরির বিজ্ঞাপনটি দেখতে পারেন: http://www.ecs.gov.bd/category/job-information এই ঠিকানায়।

Bootstrap Image Preview