Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় ইফটিজিং, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মীর খাইরুল আলম, দেবাহাটা প্রতিনিধি 
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৩ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৩ PM

bdmorning Image Preview


দেবহাটার নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও মাদক বিরোধীসহ সকল প্রকারের অসামাজিক কার্য্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় করেছেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। 

শনিবার বেলা ১১টায় নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু বিশ্বাসের সভাপতিত্বে সেকেন্ড অফিসার নয়ন চৌধুরীর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ও সাবেক কুষ্টিয়া ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি আফছার উদ্দীন (বাবলু), নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই লিটন কুমার সাহা, পিএসআই জুয়েল রানা,  বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, সুরেন্দ্র নাথ, রবিউল ইসলামসহ সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। 

এসময় ওসি বিপ্লব কুমার সাহা বলেন, সমাজ থেকে সন্ত্রাস, মাদক, নাশকতা, বাল্য বিবাহ রোধসহ সকল প্রকারের অপরাধ দুর করতে পুলিশ কাজ করছে। পুলিশ জনগনের বন্ধু তাই পুলিশকে তথ্য দিয়ে অপরাধীকে আইনের আওতায় আনতে এবং সমাজকে সুন্দর করতে সকলে এক সাথে কাজ করুন। অপরাধী যেই হোক আইনের কাছে কেউ আপন নয়। যারাই সমাজের শান্তি নষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোর ভাবে দমন করা হবে। 

Bootstrap Image Preview