Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা প্রসঙ্গে মুখ খুললেন কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫০ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫০ PM

bdmorning Image Preview


ভারতের বিশাখাপত্তনমে রবিবার ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজের আগে আজ অধিনায়ক কোহলি সংবাদ মাধ্যমে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবেন কি না এই বিষয়ে মুখ খুললেন। 

বিশ্বকাপে ১৬ জুন ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে মহারণ ভারতের৷ তবে পুলওয়ামা জঙ্গি হামলায় শহিদ ৪০ সেনা সদস্য মৃত্যুর ঘটনায় পুরো ভারতজুড়ে এই ম্যাচ বর্জনের চর্চা চলছে। তাই শনিবার ভারত অধিনায়ক বিরাট কোহালিকেও এই প্রশ্নের সামনে পড়তে হল। 

শনিবার সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন, '‌পুলওয়ামায় জঙ্গি হানায় যারা শহিদ হয়েছেন। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। আর বিশ্বকাপে পাক ম্যাচ নিয়ে দেশ এবং বিসিসিআই যে সিদ্ধান্ত নেবে তা আমরা মেনে চলব।'‌   

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে বয়কট করার দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দেবে শনিবার এমনটাই জানিয়েছে বিসিসিআই৷ তবে বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছে ভারতীয় বোর্ড৷ এমন পরিস্থিতিতে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার বিষয়টি সম্পূর্ণভাবে বোর্ড ও সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দিচ্ছেন কোহলি৷

এদিকে ভারতের ক্রিকেটমহল অবশ্য বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ নিয়ে দ্বিধাবিভক্ত৷ প্রাক্তনদের মধ্যে সৌরভ যখন খেলার জগতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলছেন৷ সেখানে বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট নয়, বরং পাকিস্তানকে হারিয়ে পুলওয়ামার ‘বদলা’ নেওয়ার পক্ষে শচীন টেন্ডুলকার৷ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাতে তিনি সহমত বলে জানিয়েছেন ‘ক্রিকেটঈশ্বর’৷ অর্থাৎ বিশ্বকাপ ভারত-পাক ম্যাচ নিয়ে সুনীল গাভাস্করের কথারই প্রতিধ্বনি হয়েছে সচিনের গলায়৷

Bootstrap Image Preview