Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে কাগজের শহীদ মিনারে প্রতিবন্ধী শিশুদের শ্রদ্ধা নিবেদন

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৩ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৮ PM

bdmorning Image Preview


বিদ্যালয় কিংবা আশপাশে নেই কোন শহীদ মিনার, তাতে কি? শারীরিকভাবে প্রতিবন্ধী তবুও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আছে বুকে, সেই শ্রদ্ধা ও চেতনার প্রতিফলন ঘটাতে কাগজের তৈরী শহীদ মিনার বানিয়েছে তারা। সেখানেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিবন্ধি শিশুরা। 

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের দলদলিয়া পথশিশু ও বুদ্ধি প্রতিবন্ধি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রভাত ফেরি ও শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়টিতে অধ্যায়নরত প্রতিবন্ধি শিশুরা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার পাল ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আ্ইদুল ইসলামসহ অনান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আইদুল ইসলাম বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সরকারিভাবে কোন অনুদান পায়নি। তাই কাগজের শহীদ মীনার তৈরী করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছেন তার বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার মানুষ।

Bootstrap Image Preview