Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার পক্ষে রায় টেন্ডুলকারের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৩ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৪ PM

bdmorning Image Preview


পুলওয়ামা কাণ্ডের পর দেশজুড়ে জোরালো হচ্ছে পাকিস্তানকে বয়কটের সুর। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই দাবি জানিয়েছেন, এই জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ বয়কট করা উচিত কোহলিদের। এই দাবির বিপক্ষ গিয়ে কিছুটা অন্যরকমের কথা বললেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা দুই আইকন, সুনীল গাভাসকার ও শচীন টেন্ডুলকার। তাঁদের বক্তব্য, খেলা বন্ধ হওয়া উচিত নয়। খেলার মাঠে জিতেই জয় উৎসর্গ করা উচিত জওয়ানদের উদ্দেশে।

এ বার একই কথা বললেন ভারতীয় ক্রিকেটের আইকন শচীন তেণ্ডুলকর। নিজের টুইটার হ্যান্ডেলে মাস্টার ব্লাস্টার লেখেন, “বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সবসময় জিতে এসেছে ভারত। তাদের আরও একবার হারানোর সময় এসেছে। আমি ব্যক্তিগতভাবে ওদের দু’পয়েন্ট দিতে চাই না। এতে ওদেরই সুবিধা হবে।”

তবে তারপর শচীন বলেছেন, “এটা বলার পরেও আমার কাছে ভারত সবার আগে আসে। তাই আমার দেশ যে সিদ্ধান্ত নেবে আমি মনেপ্রাণে তাকেই সমর্থন করবো।”

 

হরভজন সিংহ, যজুবেন্দ্র চাহলের ও সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেট সম্পূর্ণভাবে বয়কটের ডাক দিয়েছেন।অন্যদিকে গাওস্কর বলেছেন, ১৬ জুন পাকিস্তানের সঙ্গে না খেললে তাতে ক্ষতি হবে ভারতেরই। তাঁর প্রশ্ন, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিলে কে জিতবে? আমি ফাইনাল বা সেমিফাইনালের কথা বলছি না। পাকিস্তানই জিতবে। কারণ, ওরা দুই পয়েন্ট পেয়ে যাবে।

সাবেক ক্রিকেটারদের দুই রকমের মতামতের মধ্যে শুক্রবারের বৈঠকেও অবশ্য ঠিক হয়নি, ম্যাচ বয়কট করা হবে কিনা। ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ে আইসিসির মিটিংয়ের পরেই হয়তো ছবিটা পরিষ্কার হবে। এমনটাই ভাবছে ক্রিকেট মহল।

Bootstrap Image Preview