Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালিকদের কেমিক্যাল গুদাম না সরানো দুঃখজনক: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৪ AM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৪ AM

bdmorning Image Preview


রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিক্যাল মালিকদের গুদাম না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চকবাজারে ভয়াবহ আগুনে দগ্ধদের খোঁজখবর নিতে গিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কেমিক্যাল মালিকদের গুদাম না সরানো দুঃখজনক। তবে এই ঘনবসতির এলাকায় যেন আর কেমিক্যাল না থাকে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকাল ১০টার দিকে দগ্ধদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী। এ সময় দগ্ধদের খোঁজখবর নিতে তাদের আত্মীয়-স্বজ‌নের স‌ঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ ছাড়া রোগী‌দের অবস্থা নি‌য়ে ডাক্তা‌রদের স‌ঙ্গেও কথা বলেন তিনি।

পরে আগুন নেভাতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা। একই সঙ্গে এই ধরনের আগুন নির্বাপনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বার্ন ইউনিট পরিদর্শণের সময় প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মা‌লেক স্বপন, প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, ঢাকা দ‌ক্ষি‌ণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, এমপি হাজী মো. সে‌লিম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সামন্তলাল সেন, স্বাস্থ্য অ‌ধিদপ্তরের মহাপরিচালক (ডি‌জি) ডা. আবুল কালাম প্রমূখ।

গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে। সে দিন সারা রাত জেগে থেকে প্রতি মুহূর্তের খোঁজখবর নেন সরকার প্রধান। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি।

এ ছাড়া পরবর্তীতে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Bootstrap Image Preview