Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গাজায় ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত, আহত ৪০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০০ AM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০০ AM

bdmorning Image Preview


গাজা উপত্যকায় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে আরও প্রায় আরও ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য দিয়েছে।

ইউসেফ আল দায় নামের ১৪ বছর বয়সী কিশোরটির বুকে গুলি লেগেছে।

ইহুদি সেনারা বলছে, তারা দাঙ্গাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। গাজার ভেতর থেকে ইসরাইলের ভেতরে গ্রেনেড ও বিস্ফোরক ছোড়ারও অভিযোগ করেছে তারা।

২০১৮ সালের মার্চ থেকে ইসরাইলের দখল করে নিয়ে যাওয়া নিজেদের বসতবাড়িতে ফিরে যাওয়ার অধিকার দাবিতে প্রতি শুক্রবার গাজায় বিক্ষোভ করা হচ্ছে।

নিরস্ত্র মানুষদের এ বিক্ষোভে ইসরাইলের স্নাইপারদের গুলিতে এ পর্যন্ত ২৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার সময় এসব মানুষকে তাদের বসতভিটা থেকে তাড়িয়ে দেয়া হয়েছিল।

তবে গাজায় গত এক দশকের অবরোধ উঠিয়ে নেয়ারও দাবি করে আসছেন বিক্ষোভকারীরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলি বাহিনীর গুলিতে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।

Bootstrap Image Preview