Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অগ্নিদগ্ধদের দেখতে ঢামেকে প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০০ AM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০০ AM

bdmorning Image Preview


পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনে দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বার্ন ইউনিটে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি দগ্ধদের অবস্থার খোঁজ নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যাওয়ার কথা নিশ্চিত করেছিলেন।

বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে বেশ কয়েকটি ভবন পুড়ে যায়। আগুনে প্রাণ হারান মোট ৬৭ জন। আগুনে আহত ও দগ্ধ হন অন্তত ৪১ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আগুন লাগার দিনে রাত জেগে প্রতি মুহূর্তে খোঁজ-খবর নেন শেখ হাসিনা। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এছাড়া নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী।

উল্লেখ্য, ২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২৪ জনের মৃত্যু হয়।

Bootstrap Image Preview