Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও বাস্কেটবল প্রতিযোগিতা, শক্ত অবস্থানে যবিপ্রবি

আক্তার হোসেন, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ AM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ AM

bdmorning Image Preview


আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৯ এ অংশগ্রহণের উদ্দেশ্যে এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল-বাস্কেটবল পুরুষ ও প্রমিলা দল। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ভার্সিটি বাসযোগে ইবিতে রওনা দেন তারা।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে প্রতিযোগিতার হ্যান্ডবল পর্ব। চারটি গ্রুপে বিভক্ত হয়ে এ পর্ব মাতাবে দেশের স্বনামধন্য ১২টি বিশ্ববিদ্যালয়। যবিপ্রবি পুরুষ দলের গ্রুপে রয়েছে শক্ত প্রতিপক্ষ-ঢাবি ও চবি। অপরদিকে, প্রমিলা দলের গ্রুপ জমাবে ঢাবি ও বিইউপি।

এ দিকে খেলা শুরু হওয়ার একদিন আগেই ১২ সদস্যবিশিষ্ট পুরুষ ও ১০ সদস্যবিশিষ্ট প্রমিলা দল নিয়ে ইবি ক্যাম্পাসে পৌঁছে গেছে যবিপ্রবির পুরুষ ও প্রমিলা দলের তত্ত্বাবধায়ক যথাক্রমে সহকারী অধ্যাপক নওশীন আমিন শেখ ও  সহযোগী অধ্যাপক ড. শিরীন নিগার।

দল নিয়ে টুর্নামেন্টে প্রত্যাশা কেমন, এমন প্রশ্নের উত্তরে দৈনিক অধিকারকে নওশীন আমিন শেখ বলেন, ‘স্বল্প সময়ের ভেতরে আমরা যতটুকু অনুশীলন করেছি, তাতে টুর্নামেন্টে ভালো কিছু আশা করছি।’

তিনি যবিপ্রবি প্রশাসন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দলের জন্য সকলের সমর্থন চেয়ে নেন। হ্যান্ডবল পর্বের পর্দা নামবে আগাম ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ থেকে শুরু হবে টু্র্নামেন্টের বাস্কেটবল পর্ব। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে ইবি কেন্দ্রীয় খেলার মাঠে।

Bootstrap Image Preview