Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে গাছের ডাল ভেঙে মারা গেলেন তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ AM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর শিশু একাডেমির পাশে একটি নারকেল গাছ উপড়ে পড়ে মিতু ঘোষ (২২) নামের এক তরুণী মারা গেছেন।

এ ঘটনায় তার হবু স্বামী ধনঞ্জয় ও একই পরিবারের চারজনসহ আহত হয়েছেন অন্তত ৭ জন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অপর ব্যক্তিরা হলেন- খোরশেদ আলম (৫৫), তার স্ত্রী সেলিনা আলম (৩৫), মেয়ে সেহরিন আলম (১৮) সাজরিন আলম (১০) ও স্বপ্না (৩) নামে এক কন্যাশিশু।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবু স্বামী ধনঞ্জয় বলেন, মিতুকে নিয়ে বই মেলায় ঘুরতে এসেছিলাম। শিশু একাডেমির পাশে রিকশাযোগে বাড়ি (যাত্রাবাড়ী) ফেরার পথে একটি নারকেল গাছ আমাদের ওপরে এসে পড়ে। এতে মিতু প্রাণ হারায়।

তারা অটোরিকশার যাত্রী ছিলেন। আহত অপরজন হলেন পথচারী মহসিন (২৮)। তারা সবাই ঢামেকে চিকিৎসা নিয়েছেন।

পথচারী ও প্রত্যক্ষদর্শী মেহসিন খান বলেন, বইমেলায় তার স্টল আছে। রাতে মেলা শেষে বাড়ি ফেরার সময় এই ঘটনার মুখোমুখি হন। অল্পের জন্য তিনি বেঁচে যান। কারণ তার সামনে গাছের ডালটি পড়েছিল। তিনি পায়ে আঘাত পান এবং ঢামেক থেকে চিকিৎসাও নিয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত ওই তরুণীর লাশ মর্গে রাখা হয়েছে। আর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Bootstrap Image Preview