Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদেশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১১ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


কক্সবাজারেরর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে তিন বিদেশি সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

হামলার শিকার জার্মানের ঐ চ্যানেলটির বাংলাদেশ প্রতিনিধি শিহাব উদ্দিন বাদী হয়ে প্রায় চার শতাধিক রোহিঙ্গার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

তিনি জানান, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে হামলার শিকার শিহাব উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় কোনো রোহিঙ্গার নাম উল্লেখ করা যায়নি। তবে চার শতাধিক অজ্ঞাত রোহিঙ্গাকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, মালয়েশিয়ান ফিল্ড হসপিটালে চিকিৎসা শেষে তারা ঢাকায় ফিরে গেছেন। পুলিশ মামলাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

আটকদের মধ্যে রোহিঙ্গা নাগরিক জিয়াবুল হক, জামাল হোসেন, নুরুল হাকিম, সিরাজ মিয়া, খায়রুল আমিন, মো. ইদ্রিস, ছৈয়দ আলম, রফিক, শাহজান ও ফরিদ আলম।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের বাজারে রোহিঙ্গাদের হামলায় তিন জার্মান সাংবাদিকসহ ছয় জন আহত হয়েছেন।

আহতরা হলেন, ইয়োচো লিওলি, এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু। তাদের বাংলাদেশি দোভাষী হলেন মোঃ সিহাবউদ্দিন (৪১), গাড়ির চালক নবীউল আলম (৩০) ও পুলিশ সদস্য জাকির হোসেন। রাতেই বিদেশি সাংবাদিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ। এ হামলার ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview