Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দিনব্যাপী বর্ণিল আয়োজনে তিতুমীর কলেজে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

ইলিয়াস শান্ত, তিতুমীর প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৯ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৮ PM

bdmorning Image Preview


‘আপনার কলম চালিত হোক স্বাধীনতার পক্ষে’ এ স্লোগানকে সামনে রেখে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) এর উদ্যোগে দিনব্যাপী সংবাদ উপস্থাপনা, রিপোর্টিং এবং আরজে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেমিনারে কর্মশালার উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানা। এছাড়া ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপস্থাপনা ও রিপোর্টিংয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, লেখা, ভাষা ও শব্দের ব্যবহারসহ নানা বিষয়ে বাংলাদেশের নামকরা বিভিন্ন প্রিন্ট মিডিয়াসহ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

বেসিক জার্নালিজম (উপস্থাপনা ও ফিচার রাইটিং) এর উপর প্রশিক্ষণ দেন, রেডিও টুডে’র নিউজরুম এডিটর আবিদ আজম। ক্যাম্পাস ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ দেন, শাহরিয়ার আরিফ, (ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন রিপোর্টার) চ্যানেল টুয়েন্টিফোর। ফিল্ড রিপোর্টিংয়ের আদ্যোপান্ত ও বিজনেস সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ দেন, মানিক মুনতাসির, (সিনিয়র রিপোর্টার) বাংলাদেশ প্রতিদিন। সংবাদ উপস্থাপন এবং শুদ্ধ উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দেন, লাবণ্য হাসান, (সংবাদ উপস্থাপক) বৈশাখী টেলিভিশন। রেডিও ও টেলিভিশন সংবাদ উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন রেডিও স্বাধীনের সাংবাদিক শাকিল আহমেদ (আরজে)।

সমাপনী সেশনে আলোচক এবং সমাপনী বক্তব্য পরিবেশ করেন রফিকুল ইসলাম রলি, হেড অব প্রডিউসার, এশিয়ান টেলিভিশন ও সাবেক সভাপতি সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি।

দিনব্যাপী কর্মশালা সম্পর্কে সংগঠনের সদস্য সচিব সাব্বির আহমেদের কাছে জানতে চাইলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের স্বল্প সময়ের আয়োজন ছিলো এটা। তবুও প্রচুর সাড়া পেয়েছি। স্থান সংকুলান এবং বিভিন্ন  বাধ্যবাধকতার কারণে অনেক আগ্রহী সদস্যকে আমরা কর্মশালায় নিতে পারিনি।

তিতুমীর কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সমিতি অবস্থান তুলে ধরে সাব্বির আরো বলেন, এ সংগঠনের কার্যক্রম অন্যান্য সংগঠনের থেকে সম্পূর্ণ ক্রিয়েটিভ। সতিকসাসের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা ছাড়াও ক্যাম্পাসেসহ শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়ে থাকে। যা গতানুগতিক পাঠদানের পাশাপাশি অত্যন্ত ইতিবাচক।

প্রশিক্ষণ কর্মশালায় কলেজের প্রায় ১২০ জন এবং কলেজের বাহিরের বিভিন্ন প্রতিষ্ঠানের ডজনখানেক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকা সকল ট্রেইনার ছিলেন তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী।

Bootstrap Image Preview