Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনা প্রত্যাহারের পরও সিরিয়ায় থাকবে ২০০ মার্কিন শান্তিরক্ষী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৫ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া হলেও সেখানে ২০০ জনের একটি শান্তিরক্ষী দল থাকবে। হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে দুই হাজার সেনা সরিয়ে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সেখানে আইএস যোদ্ধারা পরাজিত হয়েছে।

যদিও ইরাক সীমান্তের কাছে বাঘুজ গ্রামে আইএসের শেষ ঘাঁটিতে মার্কিন সমর্থিত বিদ্রোহীরা এখনও অভিযান চালাচ্ছে।

তবে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিয়ে আসা হলে সেখানে কুর্দি বাহিনী আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ জন্য কিছু সেনা সেখানে রেখে দেয়ার প্রস্তাব করা হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, একটা নির্দিষ্ট সময়ে ২০০ সেনার একটি দল সেখানে রেখে দেয়া হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দুই নেতা একমত হয়েছেন।

ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অল্প সময়ের জন্য সেখানে সেনা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তারা কোন এলাকায় থাকবেন এবং কোথায় মোতায়েন করা হবে, তা এখনও পরিষ্কার হওয়া সম্ভব হয়নি।

Bootstrap Image Preview