Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘একুশ মানে মাথা নিচু না করা, মাথা উঁচু করা’

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২২ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৫ PM

bdmorning Image Preview


সাবেক তত্বাবধায়ল সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী এ্যাড. সুলতানা কামাল বলেছেন, একুশ আমাদেরকে শিখিয়েছে প্রতিটি মানুষ তার নিজ পরিচয়ে, নিজ স্বত্তায়, সমাধিকারে, সম মর্যাদায় ও সম সম্মানে মাথা উচু করে বাঁচবে। একুশ মানে মাথা নিচু না করা, মাথা উচু করা। প্রতিটি মানুষের জন্য যেন সত্য হয়।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নওগাঁয় কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজনে সাত দিনব্যাপী বইমেলা ও অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নতুন প্রজন্মের উদ্দেশে বলেন, ২১ ফেব্রুয়ারিতে আমরা ভাষা শহীদদের বরণ করি, বিশেষ পোশাকে বিশেষভাবে, বিশেষ জায়গায় যেয়ে ফুল দিয়ে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করি।

সংগঠনের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা ও সাবেক সাংসদ মুক্তিযোদ্ধ ওহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, কবি সাবেক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, সাবেক অধ্যাপক তৌহিদ ইসলাম, হেক্স্র এন্ড এফ কান্ট্রিডিরেক্টর অনিক আসাদ, সাধারণ সম্পাদক এমএম রাসেল উপস্থিত ছিলেন। পরে ২ জন গুনী ব্যক্তিকে একুশের পদক প্রদান করা হয়।

Bootstrap Image Preview