Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জের সেই ওসির দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধান প্রয়োজন: বিএমএসএফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০০ PM

bdmorning Image Preview


ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে কারাগারে প্রেরণ ও চার সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মামলায় সারা দেশের গণমাধ্যমকর্মী, সংগঠনের ন্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্ধ প্রেরিত বিবৃতি দিয়ে এ মামলা প্রত্যাহার এবং সাংবাদিক আবু জাফরকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। একইসাথে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত নবাবগঞ্জে ওসি মোস্তফা কামালের জ্ঞাত আয় বহিঃর্ভুত সম্পদের বিষয়ে স্বপ্রণোদিত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান করা প্রয়োজন বলে মনে করেন বিএমএসএফ।

ওসি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কী পরিমাণ বাড়ি, গাড়ি ও সম্পদ গড়ে তুলেছেন তা দুদক তদন্ত করলেই সত্য মিথ্যা জাতীর সামনে বেড়িয়ে আসবে বলে মনে করে বিএমএসএফ।

বিএমএসএফ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার নবাবগঞ্জের ওসি মোস্তফা কামালের আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল পরিমাণ সম্পদের তথ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করে যুগান্তর। এ ঘটনায় ওসির দুর্নীতির বিরুদ্ধে তদন্ত না করে উল্টো ওসির আজ্ঞাবহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে দিয়ে যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর, স্টাফ রিপোর্টার (নবাবগঞ্জ) আজহারুল হক, গোপালগঞ্জ প্রতিনিধি এসএম হুমায়ুন কবীর, ঢাকার আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান ও ধামরাই প্রতিনিধি শামীম খানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দায়েরকৃত মামলায় সাংবাদিক আবু জাফরকে আটক করে জেলে পাঠানো। অতচ মামলার কারিগর সেই বিতর্কিত ওসি মোস্তফা কামাল এখনো বহাল তবিয়তে রয়ে গেলেন নবাবগঞ্জে, এটা বেমানান। উপরন্ত জেলা পর্যায়ের ও বিভিন্ন উপজেলার ৫ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের এবং গ্রেফতার ঘটনায় বিএমএসএফ ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ওই বিবৃতিতে আরো বলেন, অবিলম্বে কারাবন্দী যুগান্তরের সাংবাদিক আবু জাফরের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং ওসির দুর্নীতির সংবাদের সূত্রে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তর দাবি করেছেন।

নেতৃবৃন্দ আরো দাবি করেন, ওসির এই ঘটনাটি রাষ্ট্রীয় কোন ঘটনা নয়। আর যে কেউ বাদী হতেও পারে না। এটা নিছক সাংবাদিকদের হয়রানীর অপকৌশল মাত্র।

এ দিকে গত ২১ ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজারের চকরিয়ায় পাহাড়কাটা চক্রের হামলার শিকার হয়েছেন নাজমুল ইসলাম নামে এক সাংবাদিক। এ ঘটনায় চকরিয়া থানায় এজাহার দাখিলের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ মামলা এজাহার গ্রহণ করেননি।

অন্যদিকে, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ৩ বিদেশি সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএমএসএফ। সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিব সরোয়ার আজাদ অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Bootstrap Image Preview