Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষিণ আফ্রিকায় কোরআন খতম ও দোয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকা পোর্ট এলিজাবেথ কোস্টেনে বাংলাদেশি জামাতখানা মসজিদে চকবাজারের অগ্নিদগ্ধ হয়ে নিহত সকল রূহের মাগফিরাত ও আহত সকলের সুস্থতার জন্য কোরআন খতম, মিলাদ ও দোয়া করা হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) পবিত্র জুমার সালাত আদায়ের পর সকল মুসুল্লিদদের নিয়ে গেলো বুধবার দিবাগত রাতে ঢাকার চকবাজারে ঘটে যাওয়া ভয়াবহ আগুনে পুড়ে নিহত ও আহত সকলের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করেন পোর্ট এলিজাবেথ বাংলাদেশি জামাতখানার মুসুল্লিগণ। এর আগে বৃহস্পতিবার বিকেলে হেফজ মাদ্রাসায় পবিত্র কোরআন খতম করা হয়।

দক্ষিণ আফ্রিকার সকল বাংলাদেশি প্রবাসীরা এই ভয়াবহ দুর্ঘটনায় গভির উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশে পরিকল্পিত নগরায়ন এবং দেশের প্রধান শহরগুলোকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান।

Bootstrap Image Preview