Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আশুলিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৭ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৭ PM

bdmorning Image Preview


মহান শহিদ দিবস ও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার দিবস পালন উপলক্ষ্যে পলাশবাড়ী পশ্চিম পাড়া সমাজ উন্নয়ন যুব সংঘের আয়োজনে স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়।

এছাড়াও জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে দিনব‍্যাপী ব্লাড গ্রুপিং ও সচেতনতামূলক ক‍্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল ইসলাম তুহিন বলেন, এ যুগেও সচেতনতার এতই অভাব যে, একজন সম্ভাবনাময় বাবা দীর্ঘ নয় কিংবা দশ মাস সময় পাওয়া সত্ত্বেও তার প্রসূতি স্ত্রীর সুরক্ষা ও সন্তানের সুস্বাগতের উদ্দেশ্যে দুইজন রক্তদাতা যোগাতে তৎপর থাকে না।

ক্যাম্পে পলাশবাড়ী পশ্চিমপাড়া সমাজ উন্নয়ন যুব সংঘের শহিদুল ইসলাম, রুবেল হোসেন, নেওয়াজ শেখ, রুমান, বাবু, কিব্রিয়া, সজল, শরিফ, রঞ্জু, সজিবসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview