Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভাইদের ঠকিয়ে জমি লিখে নিতে না পেরে বাবাকে পিটিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৪ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভাইদের ঠকিয়ে নিজের নামে সব জমি লিখে নিতে চাওয়ায় বাবা রাজি হননি। তাই, ফরিদপুরের নগরকান্দায় পিতাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে এমএ পাশ করা বেকার ছেলে।

আজ শুক্রবার(২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রামনগর গ্রামের হারুন চৌধুরীর ছেলে মিলন চৌধুরী দীর্ঘ দিন যাবৎ পিতার নিকট তার নামে জমি লিখে দিতে দাবি করে আসছিল। পিতা অন্য সন্তানদের ঠকিয়ে একজনকে জমি দিতে কোনমতেই রাজি হননি। এতে পুত্র মিলন ক্ষিপ্ত হয়। শুক্রবার সকালে হারুন চৌধুরী (৬৫) বসত ঘর থেকে বের হলে পিছন থেকে পুত্র মিলন লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। এতে হারুন চৌধুরী ঘটনাস্থলে মারা যান। এ সময় হালিমা বেগম স্বামী হারুনকে ছেলের মারপিট থেকে বাঁচাতে গেলে তাকে মারপিট করে আহত করে।

হারুন চৌধুরীর ভাই নুরু চৌধুরী বলেন, ‘মিলনের নামে বাড়ির জমি লিখে না দেওয়ায় ওর পিতাকে পিটিয়ে হত্যা করেছে।

মিলনের বড় বোন সাহানা বেগম জানান, আমরা দুই ভাই তিন বোন। মিলন দুই বছর আগে আমার বড় ভাই লিটন চৌধুরীকে মারপিট করে। লিটন সেই আক্রোশে বাড়ি থেকে অন্যত্র চলে গেছে। আজও আমরা তাকে খুঁজে পাইনি।

থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর মিলন আত্মগোপন করেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

Bootstrap Image Preview