Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেটে আসছে ১০ বলের ওভার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১৪ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১৪ PM

bdmorning Image Preview


টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পর  ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড নতুন এক ফর্মেটের খেলা চালু করতে চলেছেন। টি-১০ ও টি-২০’র মাঝামাঝি ১০০ বলের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রচলন করতে চলেছে ইসিবি৷ ২০২০ সালেই প্রথমবার দেখা যাবে নতুন ফর্ম্যাটের এই ক্রিকেট লিগ৷

নতুন এই ফর্মেটের খেলায় বিশেষ কিছু নিয়ম থাকবে। যা ক্রিকেটের অন্য ফর্মেটের থেকে আলাদা। কি সেই নিয়ম? একজন বোলার একটানা ৫টি অথবা ১০টি বল করতে পারবেন৷ অর্থাৎ ৬ বলের ওভার বলে কিছু থাকছে না ১০০ বলের ক্রিকেটে৷ প্রতি দশ বল অন্তর প্রান্ত বদল করা হবে৷ 

একজন বোলার ম্যাচে সর্বাধিক ২০টি আইনসিদ্ধ বল করতে পারবেন৷ পাওয়ার প্লে কার্যকরী থাকবে প্রতি ইনিংসের প্রথম ২৫টি বলে৷ ম্যাচে উভয় দল আড়াই মিনিটের স্ট্র্যাটেজিক টাইমআউট নিতে পারবে৷

নিয়মাবলি ঘোষণার পর ইসিবি’র চিফ এক্সিকিউটিভ টম হ্যারিসন আসা প্রকাশ করেন, ইসিবির নতুন ফর্ম্যাটের এই ক্রিকেট ম্যাচ সাধারণ দর্শকদের আরও বেশি করে মাঠে আসের জন্য আকৃষ্ট করবে৷


 

Bootstrap Image Preview